স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে ১৪০০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য অধিদফতর একটি টিম।
মঙ্গলবার কানিজ ফাতেমা পরিদর্শক “খ” সার্কেল এর নেতৃত্বে ময়মনসিংহের একটি চৌকস টিম নান্দাইল মডেল থানার আগ মুশুল্লী গ্রামে অভিযান চালিয়ে আসামি মোছা: সুইটি আক্তার ময়না (২৫) ও মোঃ মিজান মিয়া (২৬)(পলাতক) কে ১৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় । নান্দাইল মডেল থানার কাওয়ার গাতি গ্রামস্থ অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ আনিচ মিয়া(৬০)কে ২০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
১৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল নির্দেশনায় উপপরিচালক মো: আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।