১২ ডিসেম্বর  থেকে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুরু

১২ ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুরু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রচার উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার। এছাড়া জেলা প্রশাসন, আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামী ১২-২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টাউনহল প্রাঙ্গণে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৫ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিদিন বিকাল ০৩:০০টা থেকে রাত ০৯:০০টা পর্যন্ত (ছুটির দিনে সকাল ১১:০০টা থেকে শুরু) বইমেলা খোলা থাকবে। বইমেলা সফল, জাঁকজমকপূর্ণ ও সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার জরুরি। সভায় মাইকিং, পথপ্রচার, বিলবোর্ড, পোস্টার, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রচার, স্থানীয় ক্যাবল টিভিতে স্ক্রল নিউজ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও বইমেলা শুরুর আগের দিন অর্থাৎ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *