ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশালে জুনিয়র বৃত্তি পরীক্ক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা সাদিকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত পরীক্ষার্থীকে পরবর্তী সকল পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, পরীক্ষায় অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় সাদিকুলের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা নং–১৯/৩০.১২.২০২৫ দায়ের করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ভবিষ্যতের সকল পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, পরীক্ষা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অনিয়মের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় প্রশাসনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত পরীক্ষার পরিবেশকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সহায়ক হবে।
এ বিষয়ে স্পেশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।