January 29, 2021 in অপরাধ সারাদেশ

ময়মনসিংহে লাগেজ বন্দি লাশের রহস্য উম্মোচন ॥ গৃহকর্তা ইঞ্জিঃ জাকির ও গৃহকত্রী জেসি গ্রেফতার

ময়মনসিংহে  লাগেজ বন্দি লাশের রহস্য উম্মোচন ॥ গৃহকর্তা ইঞ্জিঃ জাকির ও গৃহকত্রী জেসি গ্রেফতার

বিএমটিভি নিউজ ডেস্কঃ  লাগেজের আইডেন্টিটি সুত্র ধরে ময়মনসিংহে সাবিনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই। গৃহকর্তা ও গৃহকত্রীর বেদম প্রহারে গৃহকর্মী সাবিনার (২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দীর্ঘ আড়াই মাসেরও বেশী সময় পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ গৃহকর্তা ও গৃহকর্তীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গৃহকর্তা ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোঃ জাকির হোসেন ওরফে সোহাগ বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। নগরীর গঙ্গাদাস গুহরোডের তৈমুর টাওয়ারে এই হত্যাকান্ড ঘটে। এর আগে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আবুল কাশেম গৃহকর্তা ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোঃ জাকির হোসেন ওরফে সোহাগ ও তার স্ত্রী রিফাত জেসমিন জেসিকে মধ্য বাড়েরা এলাকা থেকে গ্রেফতার করে। পিবিআইয়ের পুলিশ সুপার

Read more

RECENT POSTS

MOST VIEWED POSTS
Most Viewed Videos
BeTube Recent Posts