June 15, 2024 in অপরাধ জাতীয় সারাদেশ

গফরগাঁওয়ে দিন দুপুরে বিকাশের দোকানে টিন কেটে ৭লাখ টাকা চুরি

গফরগাঁওয়ে দিন দুপুরে বিকাশের দোকানে টিন কেটে ৭লাখ টাকা চুরি

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটিবাজারে মা-ষ্টুডিও ও বিকাশ পয়েন্ট দোকানে টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭লাখ টাকা দিনে দুপুরে নিয়ে গেছে । এ নিয়ে মাইজহাটি বাজারে ব্যাপক তোলপাড়েরসৃষ্টি হয়েছে । মাইজহাটি বাজারে মা-ষ্টুডিও ও বিকাশ পয়েন্ট দোকানের মালিক বিশ্বজিত চন্দ্র দে জানান, আজ শনিবার (১৫জুন) বিকেল ৩টা ১৫মিঃ আমার নিজস্ব দোকানের চালের উপরের টিন কেটে ঘরে ঢুকে প্রায় ৭লাখ টাকা দিনে দুপুরে নিয়ে যায় । আমি ২টা ৩০মিঃ দোকান বন্ধ করে বাড়িতে যাই দুপুরের খাওয়ার জন্য । এই ফাঁকে দোকানে রক্ষিত টাকা নিয়ে যায় । কোরবানী ঈদের সময় বিকাশে লেনাদেনা বেশী হয়ে থাকে ।

Read more

RECENT POSTS

MOST VIEWED POSTS
Most Viewed Videos
BeTube Recent Posts