June 15, 2024 in অপরাধ জাতীয় সারাদেশ
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটিবাজারে মা-ষ্টুডিও ও বিকাশ পয়েন্ট দোকানে টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭লাখ টাকা দিনে দুপুরে নিয়ে গেছে । এ নিয়ে মাইজহাটি বাজারে ব্যাপক তোলপাড়েরসৃষ্টি হয়েছে । মাইজহাটি বাজারে মা-ষ্টুডিও ও বিকাশ পয়েন্ট দোকানের মালিক বিশ্বজিত চন্দ্র দে জানান, আজ শনিবার (১৫জুন) বিকেল ৩টা ১৫মিঃ আমার নিজস্ব দোকানের চালের উপরের টিন কেটে ঘরে ঢুকে প্রায় ৭লাখ টাকা দিনে দুপুরে নিয়ে যায় । আমি ২টা ৩০মিঃ দোকান বন্ধ করে বাড়িতে যাই দুপুরের খাওয়ার জন্য । এই ফাঁকে দোকানে রক্ষিত টাকা নিয়ে যায় । কোরবানী ঈদের সময় বিকাশে লেনাদেনা বেশী হয়ে থাকে ।
Read more