ময়মনসিংহে টাটা চ্যানেল পার্টনার শো রুমের উদ্বোধন

ময়মনসিংহে টাটা চ্যানেল পার্টনার শো রুমের উদ্বোধন

November 23, 2020 457 Views

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ভালুকায় টাটা চ্যানেল পার্টনার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ফিতা কেটে উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস বি এস এন্টারপ্রাইজ এর মালিক মোঃ ইকরাম এলাহী খান সাজ। বিশেষ অতিথি ছিলেন, নিটল টাটা লিঃ এর আইএল সি ভি ডিভিশন প্রোডাক্ট প্রেসিডেন্ট মোঃ এনায়েত হোসেন, পিকআপ ডিভিশনের প্রেসিডেন্ট মোঃ তানভীর হাসান, ময়মনসিংহ জোনের এরিয়া প্রোডাক্ট প্রেসিডেন্ট মোঃ মোয়াজ্জেম হোসেন সবুজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ভালূকাবাসীকে এখন থেকে নিটল-টাটার পিকআপ গাড়ি কিনতে ঢাকা, ময়মনসিংহ যেতে হবে না ভালুকায় পাবে সব সার্ভিস।

সাম্প্রতিক