ময়মনসিংহ চেম্বার সভাপতির ২৫ হাজার মাস্ক বিতরণ, ‘নো মাস্ক -নো বিজনেস’

ময়মনসিংহ চেম্বার সভাপতির ২৫ হাজার মাস্ক বিতরণ, ‘নো মাস্ক -নো বিজনেস’

BMTV Desk No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ ঃ
ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপির উদ্যোগে শনিবার দুপুরে থেকে থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ নগরীর সকল শপিংমল, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে একযোগে ২৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। এসময় ব্যবসায়ীরা চেম্বার সভাপতিকে জানান ‘নো মাস্ক -নো বিজনেস’ চেম্বার সভাপতির দেয়া এই নীতি তারা গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, জিলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সহ-সভাপতি এন.এম নবী মিন্টু, ব্যবসায়ী নেতা তাসরাফ হোসেন বাবুল, রিয়াজ মিল্কি,দিবাকর দে, সালমান ওমর রুবেল, মনসুর আলম চন্দন, তৌহিদুজ্জামান ছোটন, আব্দুর রব মোশাররফ, লিটন আহম্মেদ, মতিউর রহমান রবিন,সুভাষ সাহা,এ.কে. এম আজাদ সেলিম,বাবুল রায়,মোঃ সালাউদ্দিন মিয়া, বেলায়েত হোসেন, মুক্তার মিয়া, চন্দন ঘোষ, আলী ইউসুফ, ইয়াজদানী কোরাইশী কাজল, আশরাফ খান,খন্দকার শরীফ উদ্দিন, চন্দন পাল, মজিবুর রহমান, বিধুভূষণ সাহা, মীর সুজন, উজ্জ্বল বিশ্বাস, হিমন পাল,শফিকুল ইসলাম, মীর সুমন, বাবুল দাস, আজিজ বিন সোহাগ, কামরুজ্জামান শোভন,পল্লব সাহা সহ প্রমুখ