You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চত্বরে বিনার ড. এমএ ওয়াজেদ মিয়া মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল। বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (প্রশাসন) ড. আবুল কালাম আজাদ, পরিচালক (গবেষনা) ড, হোসনেয়ারা বেগম, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) পরিচালক ড. জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। কর্মশালার শুরুতেই বিনার কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড, ইকরাম উল হক। প্রশিক্ষণে ময়মনসিংহে কর্মরত ৮৫ জন অংশ নেন।
বিনার মহাপরিচালক বলেন, বিনার আগামী লক্ষ্য গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা। আরো নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। এই বিনা কাজ করে। বিনার এপর্যন্ত বন্যা, খরা ও লবণাক্ত জমিতে চাষাবাদ উপযোগী সহ ১১২টি শষ্যের জাত উদ্ভাবন করেছে। যা দেশের জন্য গর্ব ও সাফল্যের।