ভালুকায় ভিজিএফএর চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

image

You must need to login..!

Description

 

 

বিএমটিভি নিউজ ডেস্ক

ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়নে ঈদুল আযহাকে সামনে রেখে বিশেষ ভিজিএফ এর বরাদ্ধকৃত চালের ২০৬ বস্তা (৬ টন ১৮০ কেজি) চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, চৌকিদার আকবর আলী ও চাউল ব্যবসায়ী নুরু ডিলার। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং ৩৭,তারিখ ২৩/৭/২০২০।

জানা যায়, উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে ৪হাজার তিরাশি জনের ভিজিফি কার্ডের তালিকা রয়েছে। ওই ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে সরকার ৪০ দশমিক ৮৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মাথা পিছু ১০কেজি করে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মঙ্গলবার বিতরণ শুরু হয়। বুধবার দুপুরে ৬ শতাধিক কার্ডধারী বাকী থাকতেই চাল শেষ হয়ে যায়। চাল না পেয়ে উপস্থিত কার্ডধারী হত দরিদ্ররা হৈ চৈ শুরু করেন। বিষয়টি ট্র্যাক অফিসার উপজেলা প্রাথমিক শিা অফিসার জুয়েল আশরাফের নজরে আসে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কার্ডধারীরা তাদের চাল দাবী করেন।
ট্র্যাক অফিসার জুয়েল আশরাফ জানান, আমি উপস্থিত থেকে চাল দিয়েছি, ২শতাধিক কার্ডধারী চাল পায়নি। কার্ড থাকা

মজুতকৃত চাল শেষ হওয়ায় উপজলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়।

ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী জানান, দুদিন যাবত চাল দেয়া হচ্ছে বুধবার চাল দেয়ার সময় আনুমানিক ৭৫/৭৬টি কার্ডের চাল কম পড়ে। যে কয়েজন কার্ডধারী চাল পায়নি তাদের চাল কিনে দিবো। কিভাবে চাল কম পড়ল আমি বুঝে উঠতে পারছি না।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবুল বাসার জানান, গত তিন দিনে গুদাম থেকে ওই ইউনিয়নের ভিজিডি কার্ডের সব চাল চেয়ারম্যান সাহেবের পে দফাদার আকবর উত্তোলন করে নিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, ঈদ উপলে বিশেষ বরাদ্দের ভিজিএফ চালের জন্য ওই ইউনিয়নের সকল টোকেনধারী চাল পায়নি এমন খবরে তাণিক ঘটনাস্থলে হাজির হই এবং টোকেনধারীদের সাথে কথা বলে জানতে পারি, তারা চাল পায়নি। উপস্থিত মেম্বার ও স্থানীয়রা অভিযোগ করেন চেয়ারম্যান চাল বিক্রি করে দিয়েছেন। পুলিশ জানান, আটককৃত আকবর হোসেন বলেন, ২শত ৬ বস্তা চাল ভালুকা বাজারের খাদ্য ব্যবসায়ী নুর হোসেন ওরফে নুরু ডিলারের কাছে বিক্রি করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, প্রতিবস্তা ৩০কেজি ওজনের ২শ ৬বস্তা চাল আত্তসাতের অভিযোগে পিআইও আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করলে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, চৌকিদার আকবর আলী ও চাউল ব্যবসায়ী নুরু ডিলারকে গ্রেফতার করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার