স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্ক ॥ শিক্ষা নগরী ময়মনসিংহের নতুন বাজারে বিলাস বহুল নান্দানিক পরিবেশে ১৮ তলা বি এস ইম্পেয়ার টাওয়ার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে এই অত্যাধুনিক ভবনে নির্মাণ কাজ উদ্বোধন করেন। ইউনাইটেড গার্ডেন বিল্ডার্স লিঃ নামক প্রতিষ্ঠান এই ভবনটি নির্মাণ করছেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, ল্যান্ড ওনার অধ্যাপক ডাঃ আসাদুজ্জামান রাজা, নুরুজ্জামান সম্রাট বক্তব্য রাখেন। এর আগে স্বাগত বক্তব্যে ইউনাইটেড গার্ডেন বিল্ডার্স লিঃ নামক প্রতিষ্ঠানের এমডি আবু সাঈদ হায়দার বলেন, ঢাকাসহ উন্নত দেশগুলোর ন্যায় ময়মনসিংহে এই ভবনটি আধুনিক ও নান্দনিক পরিবেশে নির্মাণ করা হবে।
উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, সিটি কর্পোরেশনের নিয়ম কানুন মেনে উন্নতমানের মালামাল দিয়ে ভবনটি নির্মাণ করতে হবে। কাজের মান যেন ক্রটিপূর্ণ না হয় সেদিকে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের সর্ব্বোচ্য খেয়াল ও নজরদারি রাখতে হবে। যাতে ভবিষ্যতে ভবন নির্মাণজনিত কারণে কোন ধরণের ক্ষয়ক্ষতি না হয়। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ১৮ তলা এই ভবনে ৫ম তলা পর্যন্ত বাণিজ্যিক এবং উপরে আবাসিক ভবন নির্মাণ করা হবে বলে নির্মাণকারী প্রতিষ্ঠান জানান।