জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরষ্কার পেলেন ময়মনসিংহের ঠিকাদার পান্না

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরষ্কার পেলেন ময়মনসিংহের ঠিকাদার পান্না

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের রিজভী কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ঠিকাদার হোসাইন আহমেদ পান্না রিয়েল এস্টেট ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরষ্কার লাভ করেছেন। জাতীয় পর্যায়ে সেরা করদাতার সম্মাননা পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতাদের সন্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত কর কমিশনার সুকুমার সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক, বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান, অতিরিক্ত কর কমিশনার মোঃ শামীমুর রহমান, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলার সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম প্রমূখ।