ময়মনসিংহে কর্মহীন ৩ হাজার মোটর শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ

ময়মনসিংহে কর্মহীন ৩ হাজার মোটর শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ,ময়মনসিংহে করোনাকালীন কর্মহীন হয়ে পড়া ৩ হাজার মোটর শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। আজ মঙ্গলবর সকালে প্রত্যেককে ১০ কেজি করে ৩০ টন চাল বিতরণ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসকগণ সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ময়মনসিংহ জিলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কর্মহীন হয়ে পড়া সকলকে পর্যায়ক্রমে এই কার্যক্রমের আওতায় উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক এনামুল হক।