ময়মনসিংহ রেল ষ্টেশনে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ছিনতাই

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ রেল ষ্টেশনের ৫নং প্ল্যাটফর্মে নগরীর মেছুয়াবাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহামদকে হাতে কুপিয়ে বক্তাক্ত জখম করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। গত ১৫ই আগষ্ট রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। জিআরপি ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান রেল লাইনে এ ঘটনা ঘটেনি বলে অস্বীকার করেছেন।

সুত্র জানায় , ব্যবসায়ী ফয়সাল ১৫ই আগষ্ট রাত ১২টার দিকে মেছুয়াবাজার বাজার থেকে নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় যাবার পথে ময়মনসিংহ রেল ষ্টেশনের ৫নং প্ল্যাটফর্ম দিয়ে বাড়ী যাবার পথে দু’জন ছিনতাইকারি ছুরি ও রামদা নিয়ে তার উপর অতর্কিত আক্রমণ করে। এ সময়ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে ধস্তধস্তি করে। এক পর্যায়ে তার বাম হাতে কুঁপ দিয়ে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।যাবার সময় ছিনতাইকারীরা হুমকী দিয়ে যায় এ ঘটনা কাউকে জানালে তাকে খুন করে ফেলবে। পরে মারাত্মক আহত ফয়সাল হাসপাতালে চিকিৎসা নেয়।

রেল ষ্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। রেল পুলিশের তৎপরতা না থাকায় নিয়মিত এ ঘটনা ঘটে চলছে। ধারনা করা হচ্ছে, এসব ছিনতাইয়ের পিছনে রেল পুলিশের যোগাযোগ আছে।

জিআরপি ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, আমি যতদূর জেনেছি মেছুয়াবাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী কল্যান সমিতির সাধারন সম্পাদক ফয়সাল আহামদ ঘটনার সময় তার গাড়ি থামিয়ে ট্রেন দেখতেছিল। এই ঘটনাটি প্ল্যাটফরমের বাইরে ঘটেছে।

এ ব্যাপারে ভিকটিম মেছুয়াবাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহামদ জানান ময়মনসিংহ রেল ষ্টেশনের ৫নং প্ল্যাটফর্মে এই ঘটনাটি ঘটেছে।

এ দিকে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা জানান, রেল স্টেশনের প্ল্যাটফরমে চব্বিশ ঘন্টাই নিরাপত্তার সদস্যরা ডিউটিতে থাকার কথা।প্ল্যাটফরমে নিরাপত্তা মনে করে শহরের অসংখ্য ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের বেলায় নিজ নিজ বাসায় ফিরেন প্ল্যাটফরম ও রেললাইনের উপর দিয়ে। একটি সংঘবদ্ধ ছিনাতাইকারী চক্র মেছুয়াবাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহামদের উপর অতর্কিত হামলা করে তাকে রক্তাক্ত যখম করে আহত করে ২৫ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় নগরীর ব্যবসায়ী মহল দারুন উদ্বিগ্ন। এছাড়াও প্রায় প্রতিদিন রেল স্টেশনের প্ল্যাটফরমে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধসংগঠিত হচ্ছে। অবিলম্বে এই ছিনতাইকৃত টাকা উদ্ধার এবংরেল স্টেশনের প্ল্যাটফরমে চব্বিশ ঘন্টাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য রেলের নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার