You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ ( নাসিব) কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবর রহমান বেলাল বলেন, নাসিব ময়মনসিংহ জেলা শাখার সকল জঞ্জাল দুর করা হবে। অতীতে যে ব্যক্তি দুনীর্তির সাথে জড়িত ছিল তাকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। ২০২১ সালে ডিসেম্বরের মধ্যে পুরাতন সদস্যপদ নবায়ণ ও নতুন সদস্য অন্তঃভুক্তির করে বিধি অনুযায়ী নিবার্চনের তফষিল ঘোষনা করা হবে। নির্বাচনের মাধ্যমে ২০২১- ২২ এবং ২০২২-২৩ সনের মেয়াদে কমিটি গঠন করা হবে। গতকাল রোববার ২১ নভেম্বর সকাল ১১ টায় নগরীর দুর্গাবাড়ী রোডস্থ গ্রীন পার্কে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ ( নাসিব) জেলা শাখার এর বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিব ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূরুল আলম এর সভাপতিত্বে ও নাসিব ময়মনসিংহ জেলা শাখা উইমেন্স কাউন্সিলের সভানেত্রী নূরজাহান মিতু এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিব ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম আকন্দ গাজী লিটন, নাসিব ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক প্রানজিত শর্মা রতি, বিসিক শিল্প সমিতির সভাপতি অমল পাল, বিসিক শিল্প মালিক মোহাম্মদ ইমরান ওমর, মো আবু সাইদ, শংকর বসাক, মো রুহুল আমিন, মোঃ মাহবুবুল আলম, আশরাফুল আলম, নারী উদ্যোক্তা মোসাঃ জাহানারা বেগম পপি, মীর সালমা, নাহিদা ইকবাল, মর্জিনা আহমেদ, খাদিজা আক্তার, নাহিদা হাফিজ রুনা, হাফিজা আক্তার রানী, রুনু আক্তার, পারভীন খাতুন, শামীমা আক্তার, সোমা দাস প্রমুখ।