You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ বিভাগীয় শহর ময়মনসিংহে ’উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে শিল্প মন্ত্রনালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ(নাসিব) আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন এনপিও মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে নাসিব ময়মনসিংহ মহানগর সহ-সভাপতি নুরজাহান মিতুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাসিব সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নূরুল গনি শোভন সিআইপি, কেন্দ্রীয় নাসিবের সিনিয়র সহ সভাপতি ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মুজিবুর রহমান বেলাল মহানগর নাসিব সভাপতি গাজী গ্রুপ সোল ডিস্ট্রিবিউটর জহিরুল ইসলাম আকন্দ গাজী লিটন, সহ-সভাপতি নারী উদ্যোক্তা জাহানারা বেগম পপি, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, দি ময়মনসিংহ মহানগর চেম্বার অব কমার্স সিনিয়র সহ-সভাপতি ইমরান ওমর, প্রানজিত শর্মা রতি, নাসিব ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের প্রকল্প পরিচালক আরিফুজ্জামান।
সেমিনারে প্রধান অতিথি এনপিও মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বলেন শিল্প মন্ত্রনালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও ) উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার বাড়াতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সহযোগি সংগঠন নাসিবকে নিয়ে কাজ করছি। আশাকরি তাদের সহযোগিতায় উৎপাদনশীলতার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব।
কেন্দ্রীয় নাসিব সভাপতি মির্জা নূরুল গনি শোভন সিআইপি, দুঃখ প্রকাশ করে বলেন, ময়মনসিংহে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেডিট দেয়ার জন্য আমি একটি পাইলটিং করে ছিলাম পূবালী ব্যাংকের সাথে । বহু উদ্যোক্তা সেখান থেকে ঋণ প্রাপ্ত হয়েছেন। বর্তমান তা চলমান নাই। আমার ইচ্ছা ছিল ময়মনসিংহকে পাইলটিং করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। কিন্ত ময়মনসিংহ সেটা ধ্বংসে পরিণত হয়েছে শুধুমাত্র নেতৃত্বের কারণে। তারা এটাকে আখড়া বানিয়ে ফেললো। আমি এই ধরনের কোন কর্মকান্ড আর সাপোর্ট করবনা। তারে আজকে নাসিব থেকে বিতারিত করে দিয়েছি। তারা কখন নাসিবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না। তাদের হাতে বহু নারী উদ্যোক্তা নির্যাযিত হয়েছে এবং বহু নারী উদ্যোক্তার অর্থ আত্মসাত করা হয়েছে। এগুলো আপনারা দেখবেন এবং কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব। আমরা কাউকে ছাড় দেব না। সেমিনারে অর্ধশতাধিক উদ্যোক্তা অংশ নেয়।