বগুড়ার ১০ হিজড়াকে চাকরি ও ১০ হিজড়াকে সেলাই মেশিন দিলেন টিএমএসএস

image

You must need to login..!

Description

পাবনা থেকে এ কে খানঃ বিএমটিভি নিউজঃ  উত্তম জনপদের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএস এর উদ্যোগে ও পিকেএসএফ এর সহায়তায় বগুড়ার ধুনট উপজেলায় হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় হিজড়াদের মাঝে গত সোমবার সেলাই মেশিন বিতরণ করা হয়।
হিজরাদের মধ্যে ১০ জন হিজড়া সদস্য চাকরি পেলেন এবং ১০ জন হিজড়া সদস্য স্ব-কর্মসংস্থানের জন্য ১০ টি সেলাই মেশিন পেলেন। ১০ জন হিজড়া সদস্যকে সেলাই প্রশিক্ষণ ও ১০ জন হিজড়া সদস্যকে সিকিউরিটি গার্ড প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ হাবিবর রহমান সংসদ সদস্য বগুড়া – ৫, অধ‍্যাপিকা ড. হোসনে-আরা বেগম নির্বাহী পরিচালক টিএমএসএস, মেয়র ধুনট পৌরসভা বগুড়া, উপজেলা নির্বাহী অফিসার ধুনট বগুড়া, অফিসার ইনচার্জ ধুনট থানা বগুড়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ধুনট বগুড়া, উপজেলা শিক্ষা অফিসার ধুনট বগুড়া, সাংবাদিক, সূধীজনসহ টিএমএসএস এর কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে ১০ জন হিজড়া সদস্যকে ১০ টি সেলাই মেশিন প্রদান করা হয়। সিকিউরিটি গার্ড প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জনকে টিএমএসএস এ চাকরি প্রদানের ঘোষণা দেয়া হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার