পাবনায় টিএমএসএস কর্মকর্তাদের সাথে ডোমেইন প্রধানের মতবিনিময়

পাবনায় টিএমএসএস কর্মকর্তাদের সাথে ডোমেইন প্রধানের মতবিনিময়

December 21, 2021 770 Views

পাবনা প্রতিনিধি, বিএমটিভি নিউজঃ বনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা টিএমএসএস শাখার উদ্যোগে সংস্থার ঋনগ্রহিতা সদস্য ও কর্মকর্তাদের সাথে নাটোর ডোমেইন প্রধানের ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পযালোচনা এবং মতবিনিময় সভা গতকাল আতাইকুলা শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের আতাইকুলা শাখার,শাখা প্রধান মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বৃহত্তর রাজশাহী বিভাগের বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএমএস। প্রধান অতিথি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি সদস্যদের করোনার টিকা নেওয়ার জন্য আহবান জানানো হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের পুষ্পপাড়া এরিয়া প্রধান মো আঃ রাজ্জাক, ২য় মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইয়াসমিন আলী,মোঃ মচশউর রহমান, সাব্সুবির আহম্মদ, মোঃ সুরুজ আলী, সালমা খাতুন ও রফিকুল ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক