পাবনা থেকে এ কে খান, বিএমটিভি নিউজঃ আকতার মিতুলী ট্রাষ্টের আর্থিক সহায়তায় ও টিএমএসএস এর উদ্যোগে গত বৃহস্পতিবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মম ইন বিনোদন জগতে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল ও ভ্যাসলিন বিতরণ করা হয়।
টিএমএসএস’র উপদেষ্টা মোঃ নাজমুল হকের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা আকতার মিতুলি ট্রাষ্টের মুখ্য ট্রাষ্টি মিতুলি মাহবুব এবং আমাজন মালোয়েশিয়ার চীফ আর্কিটেক্ট আকতার হোসেন, টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আব্দুল হান্নান। এ বিতরণ অনুষ্ঠানে শীতার্তদের মাঝে ২৫০০ কম্বল, শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ করা হয়।
পাবনায় টিএমএসএস কর্মকর্তাদের সাথে ঠেঙ্গামারা ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধির বৈঠক
পাবনা থেকে এ কে খান ঃপাবনার আওতাপাড়া টিএমএসএস শাখার উদ্যোগে সংস্থার কর্মকর্তা ও ঠেঙ্গামারা ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধির সাথে ঋনগ্রহিতা সদস্য ও আমানতকারীদের মধ্যে ঋন বিতরন, খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল আওতাপাড়া শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের আওতাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক প্রাপ্ত সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বৃহত্তর রাজশাহী বিভাগের বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট ( T.I.I.A ) প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম। প্রধান অতিথি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি সংস্থার সদস্য ও জনসাধারণের মধ্যে করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ বেলাল হোসেন। অন্যদের মোছাঃ গোলাপি খাতুন, মোঃ রাজীব আহমেদ, মোঃ রসুল বক্স, মোঃ মেহেদি হাসান ও মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।