বগুড়ায় টিএমএসএস এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার উদ্বোধন

বগুড়ায় টিএমএসএস এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার উদ্বোধন

May 5, 2022 92 Views

পাবনা থেকে আব্দুল খালেক খান ।।   বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে মম ইন বিনোদন জগতে গতকাল ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
টিএমএসএসের আজীবন সদস্য ও উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষিকা ও বগুড়া পৌর মেয়র পত্নী মনোয়ারা বেগম কল্পনা। বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও টিএমএসএস’র নির্বাহী সচিবালয়ের পরামর্শক সুশান্ত কুমার প্রামানিক, টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান,পরামর্শক মোঃ সহিদুল ইসলাম খান,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর কিউরেটর মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক মোঃ সামছুল আলম, পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান,পরিচালক শাহ্জাদী বেগম,পরিচালক ফয়জুন নাহার, পরিচালক মোহাম্মদ আলী মিঠু, ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুল বারী সুমন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন বিভাগীয় ও ডোমেইন প্রধান উপস্থিত ছিলেন। মেলার আয়োজনের মধ্যে রয়েছে গল্প,কবিতা,ছড়া,জাদু প্রদর্শনী,লাঠিখেলা,পাতা খেলা,বানর খেলা, নাগরদোলা,চড়কি, বায়োস্কোপ, হা-ডু-ডু, ভলিবল, হাড়িভাঙ্গা, মোরগ লড়াই ও নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলার স্টলের মধ্যে রয়েছে গ্রামীণ ঐতিহ্যের মনোহারী সামগ্রীর স্টল, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর স্টল, কৃষিজাত পণ্য, কাঠের আসবাবপত্র,হস্তশিল্প সামগ্রীর স্টল,চুড়ি,ফিতা ও কসমেটিক্স,বাহারি রুচিশীল খাদ্য সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর স্টল। উক্ত মেলায় উত্তম কৃতিত্ব প্রদর্শনকারীদেরকে সম্মানিত অতিথিবৃন্দ স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত করা হবে। উল্লেখ্য মেলা চলবে ১৪ মে পর্যন্ত। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএসের কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও ফারহানা শওকত। অনুষ্ঠানে এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, টিএমএসএসের উধ্বতন কর্মকর্তা,এনজিও কর্মী,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক