You must need to login..!
Description
নয়ন কান্তি কর, নান্দাইল সংবাদদাতা : নতুন করে কোনো কর আরোপ ছাড়া ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাতে প্রস্তাবিত বাজেটে ৩৭ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৮৪৭ টাকা ঘোষণা করেছেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া। প্রস্তাবিত বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি, ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৫ লাখ ৩৯ হাজার ৮৪৭ টাকা। তিনি ২০২১ – ২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণা করেন ৯ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ৮৩ টাকা।
সোমবার (২৭ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর শাহীনূর রহমানের সঞ্চালনায় কাউন্সিলর খায়রুল ইসলাম মানিক, মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মো. ইসহাক মিয়া,সাবেক কাউন্সিলার আব্দুল কাদির প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় পৌর নির্বাহি কর্মকর্তা মো. মাহতাব হোসেন, নির্বাহি প্রকৌশলী শহীদুজ্জামান আকন্দ, সহকারী প্রকৌশলী মো. শাহ্ নূর রহমান, হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর উপস্থিত ছিলেন।
মূল বাজেট উপস্থাপনা করেন হিসাব রক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণের মধ্যে মোসা. শাহেরা খানম, মোসা. মুকুলা বেগম, মোসা. রোকেয়া খাতুন, হাবিউল্লাহ্, আহছান উল্লাহ, মোহাম্মদ রফিকুজ্জামান, মো. শাহ্ আলম, গোলাম আহম্মদ খান, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন নান্দাইল পৌর সভাকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণে সকল প্রকার চেষ্ঠ করেছেন। আজ আমাদের নিজস্ব পৌরভবন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন ও উদ্বোধন করায় আমরা গৌরববোধ করছি। তিনি আরও বলেন, নান্দাইল পৌরবাসী আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সকল কাউন্সিলর নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ ।