You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১,বগুড়া ডোমেইনের আওতাধীন বগুড়া কেন্দ্রীয় অঞ্চলের,কেন্দ্রীয়-১ ও ২ শাখা কর্তৃক আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্থ টিএমএসএস সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান ২৭ আগস্ট কেন্দ্রীয় জোন অফিস সংলগ্ন মাটি ডালি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের কেন্দ্রীয়-২ শাখার ম্যানেজার মোছাঃ সাবানা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও ঋণের চেক বিতরণ করেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ রেজাউল করিম,টিএমএসএসের উপপরিচালক মোঃ মোমিনুল ইসলাম,সহকারী ডোমেইন প্রধান এডি মোঃ ওসমান গনি ও কেন্দ্রীয় জোনাল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।প্রধান অতিথি করোনায় ক্ষতি গ্রস্থ টিএমএসএসের সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ কালে তিনি সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।তিনি উপস্থিত সদস্যদের বাল্যবিবাহ,মাদক ও বর্তমান প্রজন্মের সন্তানরা যাতে বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখতে ঋণ গ্রহিতা সদস্য ও তাদের অভিভাবকদের প্রতি সচেতন থাকার আহবান জানান।প্রধান অতিথি এ এলাকার করোনায় ক্ষতি গ্রস্থ সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ করায় টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।তিনি আশা করেন টিএমএসএস এ অঞ্চলের আরও অনেক বেশি সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরন অব্যাহত রাখবেন।পরে এ উপলক্ষে কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশন ভূমি মোঃ নাছিম রেজা,টিএমএসএসের বগুড়ার ডোমেইন প্রধান ডিডি মোঃ রেজাউল করিম,ডিডি মোঃ মোমিনুল ইসলাম,সহকারী ডোমেইন প্রধান এডি মোঃ ওসমান গনি ও কেন্দ্রীয় জোনাল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।আলোচনা শেষে টিএমএসএসের বগুড়া কেন্দ্রীয় অঞ্চলের,কেন্দ্রীয় ১ ও ২ শাখার করোনায় ক্ষতি গ্রস্থ ২৫ জন সদস্যদের মধ্যে ১০ লাখ ৮৫ হাজার টাকা প্রণোদনা ঋণ বিতরন করা হয়।এ সময় টিএমএসএসের কেন্দ্রীয় অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আমিনুল হক,কেন্দ্রীয়-১ শাখার,শাখা প্রধান মোছাঃ রেহেনা জান্নাত,টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য,এলাকাবাসী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।