আব্দুল খালেক পিভিএম,পাবনাঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক দেশের অর্থ বাজারে জিরো কূপন বন্ডে প্রাথমিক লক্ষ্য মাত্রা অর্জন করে মূল্যায়িত হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ঢাকার প্রধান কার্যালয়ে বিশেষ মূল্যায়ন সভায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সিকুরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াদ-উল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ড.হোসনে আরা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।উল্লেখ্য টিএমএসএস
কর্তৃক Women Empowerment অর্জনের নিমিত্তে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথোরিটির অনুমোদনক্রমে অর্থ বাজারে শেয়ার মার্কেটে জিরোকুপন ব্ন্ড ছাড়া হয়।অনুষ্ঠানে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।এ সময় বন্ড মার্কেট বৃদ্ধি ও বহুমুখীতার বিষয়ে স্টেক হোল্ডারগন আগ্রহ প্রকাশ করেন।ক্রেস্ট গ্রহণের এক প্রতিক্রিয়ায় অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বেগম সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।উক্ত অনুষ্ঠানে ইষ্টার্ন ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক,এমআরএ এর EVC,মিউচুয়াল ষ্ট্রাষ্ট ব্যাংক,বন্ডে বিনিয়োগকারী,বিভিন্ন ষ্টেক হোল্ডারগণ,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।