You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম, পাবনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত অস্ট্রেলিয়ান এইড ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ৫ দিন ব্যাপী জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল কর্ম-পরিকল্পনা ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্ব ৬ অক্টোবর ও দ্বিতীয় পর্ব ১০ থেকে ১৩ অক্টোবর ৫ দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারের ৩৯টি মন্ত্রনালয় ও জাতীয়-আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার অংশ গ্রহণে এ কর্মশালার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানটি মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার দপ্তরের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব সমন্বয় মোঃ রাহাত আনোয়ার।জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থা, এফসিডিও,ইউনিসেফ, আইএলও,বিশ্বব্যাংক,এডিবি, ইউএনডিপি,ইউরােপিয়ান ইউনিয়ন,বিশ্ব খাদ্য সংস্থা, অস্ট্রেলিয়ান এইডের প্রধান ও প্রতিনিধিবৃন্দ সম্মেলনে বক্তব্য দেন।অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড.মোঃ কাউসার আহাম্মদ ও অর্থনীতি সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান প্রমুখ।ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান।দিন ব্যাপী জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল কর্ম-পরিকল্পনা কর্মশালায় বাংলাদেশ সরকারের স্ব-স্ব মন্ত্রনালয়,বিভাগ,জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মসূচীর অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন।৫ম দিনে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সামাজিক সুরক্ষায় অবদানের অগ্রগতি ও কর্ম-পরিকল্পনার কৌশলগত উপস্থাপনায় উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মসূচী ও পরিকল্পনা উপস্থাপন করেন টিএমএসএস’র উপ-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম।তিনি তাঁর উপস্থাপনায় বলেন,দেশের নারী জাগরণের পথিকৃৎ আর্থ-সামাজিক উন্নয়নের রূপকার অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম-এর নেতৃত্বে টিএমএসএসের জন্মই হয়েছে সমাজের অবহেলিত ও দুর্দশাগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে।মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসানের সঞ্চালনায় ও মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে টিএমএসএসের দেশব্যাপী চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচীর ভূয়সী প্রশংসা করা হয়।উপস্থাপনার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিগণ টিএমএসএস-কে সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।