বগুড়ায় টিএমএসএস মম-ইন বিনোদন জগতে মাস ব্যাপী শিল্প মেলার উদ্বোধন

বগুড়ায় টিএমএসএস মম-ইন বিনোদন জগতে মাস ব্যাপী শিল্প মেলার উদ্বোধন

bmtv new No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা  উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মম-ইন বিনোদন জগতে হস্ত ও কুঠির শিল্প পান্য মেলা-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মাস ব্যাপী হস্ত ও কুঠির শিল্প মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ।মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।সভাপতি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস দেশের তৃণমূল পর্যায়ে বিভিন্ন সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় এ মেলাটি আয়োজন করে মানুষের বিনোদনের ব্যবস্থা গ্রহণ করায় মেলার আয়োজনকারীদের ধন্যবাদ জানান।তিনি আয়োজনকারীদের আগামীতে আরো বড় পরিসরে মেলার আয়োজন করার জন্য পরামর্শ দেন।মাস ব্যাপী এ মেলায় মানুষের বিনোদনের জন্য অনেক কিছুর আয়োজন রয়েছে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কমকর্তাদের মধ্যে পরিচালক প্রশাসন শাহাজাদী বেগম,উপদেষ্টা আয়েশা বেগম,টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মতিয়ার রহমান,পরিচালক আব্দুস সালাম, হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও উপ-পরিচালক মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।হস্ত ও কুঠির শিল্প পন্য মেলার আয়োজক স্কাউট ডাইনিং রেস্টুরেন্টে ও সার্বিক ব্যবস্থাপনায় এস আলম ইভেন্টে ম্যানেজমেন্ট।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাধারণ জনতা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আব্দুল হান্নান।