You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম, পাবনা
দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও “টিএমএসএস ডিজিটালাইজেশন ইন ফিউচার অপর্চুনিটিজ এন্ড চ্যালেঞ্জ”শীর্ষক দুদিন ব্যাপী সেমিনার ২৭ নভেম্বর বগুড়ায় ফাইভ স্টার হোটেল মমইন কনভেনশন হলে রুমে উদ্বোধন অনুষ্ঠিত হয়।সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।তিনি তাঁর বক্তৃতায় বলেন,যে দেশ যতো উন্নত সে দেশের প্রতিষ্ঠানগুলো ততো উন্নত।এদেশে ডিজিটালাইজেশন আগে থেকেই শুরু হয়েছে।বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে নেওয়ার পাশাপাশি হিউম্যান ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় সেটাও ভাবতে হবে। তিনি আরও বলেন,জীবন ভিত্তিক কাজে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এক্ষেত্রে বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস বিশেষ অবদান রাখতে পারে।টিএমএসএস পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়, আইসিটি ইন্সটিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে যুগোপযোী শিক্ষা প্রদানের মাধ্যমে দেশকে ডিজিটালাইজেশন বাস্তবায়নে এগিয়ে নিতে পারে।
সেমিনারে সভাপতিত্ব করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি পিকেএসএফের ডিএমডি মোঃ ফজলুল কাদের সহ সেমিনারে উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভাপতির বক্তৃতায় বলেন,পৃথিবী এগিয়ে যাওয়ায় আমাদেরও থেমে থাকার উপায় নেই।তিনি বলেন প্রযুক্তির মাধ্যমে আবেগ,বিবেক থেকে সর্বক্ষেত্রে এর ব্যবহার করলে সফলতা আসবে।সে কারণে টেকনোলজিকে দক্ষতার সাথে ব্যবহার করে আমাদের প্রযুক্তিগত জ্ঞান আহরণ করতে হবে।সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএসের পরামর্শক বগুড়ার সাবেক জেলা প্রশাসক ও সচিব সারোয়ার মাহমুদ,পুন্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ড.মো.মোজাফফর হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নিলুফা ইয়াছমিন,এমআরএ’র পরিচালক মোঃ ইয়াকুব হোসেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ও টিএমএসএস’র সাধারণ পরিষদ সদস্য প্রফেসর ড.হাছানাত আলী,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা:মওদুদ হোসেন আলমগীর পাভেল,এইচইএম সেক্টরের নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-১ আব্দুল কাদের, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান প্রমুখ।
সেমিনার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।অনুষ্ঠানে বক্তারা বলেন,চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই।সে কারণে ডিজিটাল প্রযুক্তির সাথে নিজেকে ও প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। বক্তারা আরো বলেন প্রযুক্তির ব্যবহারে কর্মসংস্থান বৃদ্ধি করে পণ্যের কোয়ালিটি নিশ্চিত করবে এবং এর সুফলতা আমাদের আগামী প্রজন্ম ভোগ করবে। দুই দিন ব্যাপী সেমিনারের প্রথম দিনে প্লেনারী সেশনে সার্বিক উপস্থাপনায় ছিলেন পিকেএসএফ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।সেশনের প্যানেলিষ্ট ছিলেন এমআরএ’র পরিচালক মোঃ ইয়াকুব হোসেন,এটুআই বিশেষজ্ঞ রায়হান আলী।প্রধান অতিথি উক্ত দুইদিন ব্যাপী সেমিনার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএমএসএস অটিজম সেন্টারের শিশু কিশোরের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন অনুষ্ঠিত হয়।এ সময় টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়েশা বেগম,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টামন্ডলী,পরামর্শক,কর্মকর্তাবৃন্দ,নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।