বগুড়ায় টিএমএসএস পরিচালিত এসইপি প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম, পাবনা   নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এসইপি প্রকল্পের আওতায় কলাচাষ, অটোমোবাইল ও ফিশারীজ উপ-প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কসপ ২৭ ডিসেম্বর বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-১ আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল,শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল মোজাহিদ সরকার,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,বগুড়া জেলা সিনিয়র মার্কেটিং অফিসার আবু সালেহ মোঃ হাসান সারোয়ার,বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অটোমোবাইল বিভাগের ইন্সট্রাক্টর হাসান আলী ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা,কাহালু উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা,সংশ্লিষ্ট উপ-প্রকল্পের আওতাভূক্ত উদ্যোক্তাগণ, প্রকল্পের ফোকাল পার্সন টিএমএসএস’র যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম ও হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ।
লেসন লার্নিং ওয়ার্কসপে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।ওয়ার্কসপে এসইপি প্রকল্পের আওতায় তিনটি উপ-প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকগণ নিজ নিজ প্রকল্পের লেসন লার্নিং উপস্থাপন করেন।উপ-প্রকল্প গুলোর কার্যক্রম বাস্তবায়ন কৌশল, পরিবেশসম্মত প্র্যাকটিসসমূহ ও উত্তম চাষ পদ্ধতি অনুশীলন, অভিজ্ঞতা বিনিময়,সম্ভাবনা, সমস্যা চিহ্নিতকরণের প্রেক্ষিতে উপকারভোগী ও বিশেষজ্ঞগণের মতামত প্রদানের মাধ্যমে উপ-প্রকল্পগুলির উন্নয়নের দিক নির্দেশনা উঠে আসে।বক্তারা বলেন,পরিবেশ বান্ধব নতুন নতুন উদ্যোগ কৃষকের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে কৃষির উন্নয়নের সাথে,সাথে ভোক্তার নিকট খাদ্য হবে নিরাপদ।সে জন্য টেকসই উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাজার সম্প্রসারণে কাজ করতে পারলে তবেই কৃষির সুফল আসবে।অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার