পাবনা বার সমিতি মরহুম এড. গোলাম হাসনায়েন পরিবারকে চেক প্রদান
January 11, 2022
319
No Comments
You must need to login..!
পাবনা প্রতিনিধি এ কে খান।। বিএমটিভি নিউজঃ পাবনা জেলা আইনজীবি সমিতি মরহুম এডভোকেট গোলাম হাসনায়েন এর সমিতিতে প্রাপ্ত টাকার চেক পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে । পাবনার সুনাম ধন্য এ্যাডভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুর পর তার প্রাপ্ত টাকা তার স্ত্রীকে আজ ১১ ডিসেম্বর বার সমিতির অফিস কক্ষে এক অনুষ্ঠানে চেকের মাধ্যমে প্রদান করা হয়। চেক প্রদান করেন বারের সভাপতি এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু। এ সময় বার সমিতির সাধারণ সম্পাদক ও বারের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে আরও দু’জনকে চেক প্রদান করা হয়। তারা হলেন অ্যাডভোকেট অনিল কুমারের নমিনি এ্যাডভোকেট মধু বাবু ও মোশাররফ হোসেন অ্যাডভোকেটের হাতে প্রাপ্তি টাকা চেক প্রদান করা হয়।