ময়মনসিংহে বিসিক আয়োজিত সাব -কন্ট্রাক্টিং সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে বিসিক আয়োজিত সাব -কন্ট্রাক্টিং সেমিনার অনুষ্ঠিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক আয়োজিত সাব -কন্ট্রাক্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ মাসকান্দা বিসিক জেলা কায্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী “হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশে প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে সাব-কন্ট্রাক্টিং সেমিনার সভাপতিত্ব ময়মনসিংহ বিসিক জেলা অফিসের উপ মহাব্যবস্থাপক আবদুল সালাম। সেমিনারে অনলা্ইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড, মোঃ কাজী মাহবুবুর রশিদ ও আঞ্চলিক পরিচালক ড, মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।


স্বাগত বক্তব্য রাখেন মাসকান্দা বিসিক শিল্প নগরীর কর্মকর্তা তরিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোথলেছুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন বিসিক শিল্প নগরীর শিল্প মালিক রুহুল আমিন, মোহাম্মদ ইমরান ওমর, মাহবুব আলম, আইনুন নাহার, সৈয়দা সেলিমা আজাদ, সাংবাদিক মতিউল আলম ও মোশাররফ হোসেন খসরু প্রমূখ। সেমিনারে ৩৫ জন ক্ষুদ্র ও কুঠির শিল্পের মালিক ও উদ্যোক্তা অংশ নেন। বক্তারা বলেন পরিবেশ রক্ষায় মিল কারখানাসহ বিভিন্ন পর্যায়ে দুষিত বর্জ্য রি-সাইল্কিনের মাধমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।