বগুড়ায় নাগরিক সংবর্ধনায় সিক্ত দেশ বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।   বগুড়ায় ৫ এপ্রিল দেশ বরেণ্য অর্থনীতিবিদ,গতিশীল চিন্তাধারার বাহক,পরিবেশকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক ইনস্টিটিউট ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সভাপতি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.কাজী খলীকুজ্জমান আহমদ কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।বগুড়ার গাবতলী উপজেলার দাঁরাইল বাজার পাশ্ববর্তী গ্রাম উন্নয়ন কর্ম গাক এর প্রবীণ সামাজিক কেন্দ্রের মাঠ চত্বরে বগুড়ার নাগরিক সমাজ,এনজিও সমন্বয় পরিষদ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে দেশ বরেণ্য এ অর্থনীতিবিদ কে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা পরবর্তী বগুড়ার কৃতি সন্তান দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেনের প্রতিষ্ঠিত দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা অন্যতম উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক আয়োজিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


গাক এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অর্থনীতিবিদ ড.কাজী খালিকুজ্জামান আহমদ।প্রধান অতিথি বলেন,দেশে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ব্যবস্থা গঠন করতে হবে,যেখানে সাম্য,মানবাধিকার,মানব মর্যাদা সমভাবে প্রতিষ্ঠিত হবে।তিনি বলেন পিছিয়ে থাকা দূর্বল জনগোষ্ঠী যারা উন্নয়নে অংশ নিতে পারেনা তাদেরকে এগিয়ে নিতে হবে।তিনি আরো বলেন, প্রবীণরা দেশের বোঝা নয়,তাদের সম্পদ হিসাবে গণ্য করতে হবে। দেশের সমাজ পরিবর্তনে ও উন্নয়নে প্রবীণদের যথেষ্ট ভূমিকা রয়েছে।তিনি বলেন,প্রবীণরা কখনো বৃদ্ধ নয়,মানসিক ভাবে তারা অনেক সক্ষম,দেশ ও জাতি গঠনে তাদের সহযোগিতাও প্রয়োজন।এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ জসীম উদ্দিন ও বগুড়ার ইন সার্ভিস ট্রেনিং পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন প্রমুখ।অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদ,উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড.জাহেদা আহমদ প্রমুখ।অতিথিরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে গাক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন ও প্রতিষ্ঠানটির সকল কর্মকান্ডের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটির সাবিক পরিচালনা ও সঞ্চালনা করেন গাকের পরিচালক এমএফ পঙ্কজ কুমার সরকার।এছাড়া অন্যদের মধ্যে মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ হুমায়ুন আলম চান্দু,সংস্থার সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম, পরিচালক মনিটরিং এন্ড রিভিউ হজকিল মোঃ আবু হাসান, পরিচালক এসএমএপি আবু রায়হান মিয়া,পরিচালক প্রশাসন ও অভ্যন্তরীন নিরীক্ষা মোঃ হুমায়ুন খালেদ,পরিচালক আইসিটি এন্ড আরএম মোঃ রাইহানুস সাআদাত,উপ-পরিচালক অর্থ ও হিসাব মোঃ রাফিউল ইসলাম,সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরমান হোসেন,সহকারী পরিচালক সাইদুল ইসলাম,সমন্বয়কারী ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদারসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তি বর্গ,প্রশাসনের কর্মকর্তাগন,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,নানা শ্রেণী পেশার প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার