ময়মনসিংহ নগরীতে ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

ময়মনসিংহ নগরীতে ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে একটি ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে মহানগরীর পলিটেকনিক মসজিদ এলাকায় একটি ড্রেন থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুরের দিকে জানতে পারি, পলিটেকনিক মসজিদ এলাকায় ড্রেনে মানুষের খণ্ডিত পা ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা উদ্ধার করে। এটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি কামাল আকন্দ আরও বলেন, খণ্ডিত পা-টি অনেক দিন আগের। এটি পচেগলে গেছে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে পা ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

LATEST POSTS