You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নতুন প্রজন্মের কন্ঠ শিল্পী জয়িতা অর্পা তার সদ্য নোঙর মিডিয়া থেকে প্রাপ্ত স্মারকটি ওস্তাদ সন্ঞ্জীব দে কে উৎসর্গ করে দৃষ্টান্ত তৈরী করলেন।
গত ২৯ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নোঙর মিডিয়া শুভেচ্ছা স্মারক প্রদান করে। যেই মুহুর্তে জয়িতা অর্পাকে স্নারক প্রদান করা হয় সেই মুহুর্তে ময়মমনসিংহের মহাশশ্মানে ওস্তাদ সন্ঞ্জীব দের শেষকৃত্য অনুষ্ঠান চলছিলো। জীবনের প্রথম স্মারক গ্রহনের অনুভূতি প্রকাশে শিল্পী তার প্রাপ্ত স্মারকটি প্রয়াত ওস্তাদ সন্ঞ্জীব দের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এ প্রসঙ্গে জয়িতা অর্পা বলেন, যে কোন স্মারক বা সম্মাননা দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। সংগীতের প্রতি ভালবাসা ও দায়বদ্বতা থাকার কারনে আমি আমার স্মারকটি ওস্তাদজীর জন্য উৎসর্গ করছি। এটা যোনো সকল সংস্কৃতি কর্মীর কাছে অনুকরনীয় হয়ে থাকে।
আকুয়ায় জন্মগ্রহন করা অর্পা পারিবারিকভাবে ছোট বেলা থেকে সংগীতের সাথে সম্পৃক্ত। করোনাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন অনলাইনে সংগীত পরিবেশন করে গৃহবন্দী মানুষকে উদ্দীপনা যুগিয়েছেন। জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিহ, সিলেট সহ অনেক প্রতিষ্ঠান ও সংগঠনের অনলাইন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ও সংযুক্ত থেকে নিজেকে নিরলস সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত করে তোলেন। নোঙর মিডিয়া তার ৫ম প্রতিষ্টাবার্ষিকীতে নতুন প্রজন্মের সংস্কৃতি কর্মীদের অনুপ্রেরনা দিতে শুভেচ্ছা স্মারক প্রদানে উদ্যোগী হন। এতে সংগীতে মনোনয়ন দেন নতুন প্রজন্মের শিল্পী জয়িতা অর্পাকে। ওস্তাদ সন্ঞ্জীব দে ময়মনসিংহের আকুয়া নিবাসী সংগীত গুরু মিথুন দের পুত্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত ওস্তাদ পবিত্র দের ভাতিজা। সংগীতে বাবার হাতেই তার হাতেখড়ি। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার নয়া টোলায় বসবাস করেন। গত ২৮ জানুয়ারী দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্নাৎ প্রয়াৎ হন। তার শেষকৃত্য ময়মনসিহের মহা শশ্নানে ২৯ জানুয়ারী অনুষ্টিত হয়। তিনি ১৯৭৪ সন থেকে ১৯৯১ সন পর্যন্ত ঢাকায় ছায়ানটে শাষ্ত্রীয় সংগীতে প্রশিক্ষন প্রদান করে। তার ছাত্রছাত্রীদের মধ্যে শাকিলা জাফর, আলম আরা মিনু, ডলি সায়ন্তনী, আঁখি আলমগীর, ইবরার টিপু, বাপ্পা মজুমদার, বাদশা বুলবুল উল্লেখ যোগ্য শিল্পী।