ন্যান্সির দায়ের করা মানহানির মামলায় জামিন পেলেন শিল্পী আসিফ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ সংগীত শিল্পী ন্যান্সির দায়ের করা মানহানির মামলায় ময়মনসিংহের আদালত থেকে জামিন পেয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর।

রোববার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই জামিন মঞ্জুর করেন।

আসিফের আইনজীবী আহসান উল্লাহ আনার বলেন, আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি যে মিথ্যা ও ভিত্তিহীন তা আদালতে প্রমাণে সমর্থ হয়েছি। আমাদের যুক্তি ও প্রমাণাদিতে সন্তুষ্ট হয়ে আদালত আসিফ আকবরকে স্থায়ী জামিন দিয়েছেন।

আসিফ আকবর বলেন, এটি একটি মিথ্যা মামলা। একটি চক্র এগুলো করছে। তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সবগুলোর এজাহারও একই রকম। ২০১৮ সালের ঘটনায় ২০২০ সালে মামলা করা হয়েছে তাকে হয়রানি করার জন্যে।

গত বছরের ১০জুলাই ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় আসিফের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার