স্টাফ রিপোর্র্টার, বিএমটিভি নিউজ ময়মনসিংহ জেলা বা্উল সমিতি সাধারণ সম্পাদক ও এশিয়ান মিউজিক মিউজিয়ামের প্রতিষ্ঠাতা রেজাউল করিম আসলাম এবং এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের পাস্ট প্রেসিডেন্ট ফজলুল করিম রাজার বাবা শহরের বড় বাজারের বাদ্যযন্ত্রের বিশিষ্ট ব্যবসায়ী নবাব এন্ড কোং এর স্বত্তাধিকারী জালাল উদ্দীন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা আকুয়াস্থ ময়মনসিংহ সিটি করপোরেশন গোরস্থান সংলগ্নে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।