সকল নির্যাতন নীপিড়নের বিরুদ্ধে নজরুল তাঁর লেখনীতে সোচ্চার ছিলেন

সকল নির্যাতন নীপিড়নের বিরুদ্ধে নজরুল তাঁর লেখনীতে সোচ্চার ছিলেন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টারঃ বিএমটিভি নিউজ,: `জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় নজরুল সেনা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সকল নির্যাতন নীপিড়নের বিরুদ্ধে নজরুল তাঁর লেখনীতে সোচ্চার ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় নজরুল আমাদের স্বাধীনতা সংগ্রামে তার গান প্রেরনা জুগিয়েছিল। নজরুল ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রাম ও জীবন জাগরনের মুর্ত প্রতীক। বক্তারা বলেন, নজরুল চর্চা নেই বলেই সমাজ থেকে আজ মানবিকতা ও নৈতিকতা উধাও হয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনায় নজরুল তার লেখনিতে ভারতের হিন্দু, মুসলমানকে একই বৃন্তে দুটি ফুল উল্লেখ করেছিলেন।

নজরুল তার কবিতা ও গানে প্রেম, মানবতা ও সাম্যের কথা বলেছেন তাই কবির রচিত প্রকাশনা সকল বাঙালীর সংরক্ষণ করা উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ নগরীর শ্যামচরণ রায় রোডস্থ বাংলাদেশ নজরুল সেনা কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক কবি আমজাদ দোলন এর সঞ্চালনায় কবির কর্মময় জীবনের উপর আলোচনা করেন কবি শামসুল ফয়েজ, ডাঃ কে আর ইসলাম, প্রফেসর ড. এমদাদুল হোসেন চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নজরুল সেনার সহ সভাপতি সুলতান উদ্দিন আহমেদ, মাহবুব হোসেন সেলিম, সাইফুল ইসলাম খোকন, আলমগীর রওশন প্রমূখ।

আলোচনা শেষে বিশিষ্ট শিল্পী ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক নজীব আশরাফের পরিচালনা ও নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবির রচিত গান পরিবেশন করেন নজীব আশরাফ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জাকারিয়া নাবিল, আনিকা তাহসিন, রুদ্রাক্ষী পাল দিয়া, আয়রা নামারা, দেবশ্রী চন্দ, সপ্তর্ষী পাল জয়া, সিঁথি দত্ত শ্রাবনী, গুলেনুর আলম মারিয়া, অদ্রিতা ঘোষ তাথৈ, শ্রাবন্তী চক্রবর্তী পিউ এবং আবৃত্তিতে অংশ নেয় শিশু শিল্পী ফারহান মুশফিজ প্রান্তিক, মোস্তফা আফছার ফাহিদ, আবসিন তাহিয়া সুবাদ, সাবরিনা জামান নৌরীতা, নওরীন ওমর ওয়ারিসা, দুররে মাকনুন আজরা, সিদরাতুল মুনতাহা, আহনাফ ওমর আদর, ওয়াশিকা নাজাহ, আয়মান ইসকার রাইয়াত, ফাওজিয়া আবিদা রুফাইদা, তাহিয়া তাসনিম। শিল্পীদের যন্ত্রানুসঙ্গে সহযোগিতা করেন তবলায় প্লাবন চক্রবর্তী ও হারমোনিয়ামে জাকারিয়া নাবিল।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রাফিউল আলম সরকার, নাজমুল হক লেলিন, গোলাম মোস্তফা, ইফতেখারুল হাসান বুলবুল, কেন্দ্রীয় নজরুসেনা পরিচালিত স্কুলের অধ্যক্ষ সানোয়ারা খানম। অনুষ্ঠানে কেন্দ্রীয় নজরুল সেনার সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শে গড়া দেশের অন্যতম শিশু কিশোর সংগঠন বাংলাদেশ নজরুল সেনার ১৯৬৪ সন থেকে কেন্দ্রীয় কার্যক্রম ময়মনসিংহ থেকে পরিচালিত হয়ে আসছে।