সাংস্কৃতিক চর্চার চারণভূমি, শিক্ষা- ক্রীড়ার চারণভূমি ময়মনসিংহ-মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন আমরা গর্ববোধ করি মহুয়া মলুয়ার ঐতিহ্যবাহী আমাদের ময়মনসিংহকে নিয়ে। সাংস্কৃতিক চর্চার চারণভূমি, শিক্ষা- ক্রীড়ার চারণভূমি ময়মনসিংহ। বহু গুণী মানুষ এবং প্রতিষ্ঠানের ত্যাগের ফসল আমাদের এ প্রাপ্তি। অমরাবতী নাট্য মন্দির তেমনই একটি প্রতিষ্ঠান যা বহুদিন ধরে ময়মনসিংহের মানুষের সুস্থ সাংস্কৃতিক চর্চার প্লাটফরম হিসেবে কাজ করছে।
স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে অমরাবতী নাট্য সমাজের আয়োজনে রোববার সন্ধ্যা ৭ টায় অমরাবতী নাট্য মঞ্চে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু্।

মেয়র আরও বলেন, ময়মনসিংহে যেসব সাংস্কৃতিক সংগঠন কাজ করছে বা কাজ শুরু করেছে তাদের সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে কাজ করতে হবে। তাদের চর্চার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে অমরাবতী নাট্য মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, নারী ও শিশু বিষয়ক ট্রাইবুনালের বিচারক সুদীপ্ত দাস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজুল আলম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য মোছাঃ আনোয়ার খাতুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ অমরাবতী নাট্য সমাজের সভাপতি এড. এ এইচ এম খালেকুজ্জামান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার