ময়মনসিংহে কোর্ট মার্শাল নাটকের মাধ্যমে শেষ হল ৩দিনের সাংস্কৃতিক উৎসব

ময়মনসিংহে কোর্ট মার্শাল নাটকের মাধ্যমে শেষ হল ৩দিনের সাংস্কৃতিক উৎসব

bmtv new No Comments

মতিউল আলম,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে অমরাবতী নাট্য সমাজ আয়োজিত ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘কোর্ট মার্শাল” নাটকের মঞ্চস্থের মধ্য দিয়ে সমাপ্ত হলো। স্বাধীনতা ও বিজয়ের সুর্বণ জয়ন্তী এবং মুজিব শতর্বষ উদযাপন উপলক্ষে অমরাবতী নাট্য সমাজরে আয়োজনে অমরাবতী মুক্ত মঞ্চে ৩ দনিব্যাপী সাংস্কৃতকি উৎসবরে সমাপনী দিনে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও নৃত্য ও সঙ্গীত পরবিশেন করেন ময়মনসিংহ উদীচী জেলা সংসদ ও আলোকনাহা সঙ্গীত বিদ্যালয়। নাটকটি র্দশক শ্রোতাদরে মুগ্ধ করছে।


মঙ্গলবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী সঙ্গীতের পর আলোচনা সভা শুরু হয়। আলোচনা শেষে সমবেত নৃত্য ও নাটক “কোর্ট মার্শাল” পরিবেশন করে অনসাম্বল থিয়েটার। রচনায় এস এম সোলায়মান ও নির্শেনায় আবুল মুনসুর। আলোচনায় সভায় বক্তব্য রাখেন আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জেলা যুবলীগের আহবায়ক এড আজহারুল ইসলাম, অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ প্রমুখ। অমরাবতী নাট্য সমাজ এর সভাপতি এড, এ এইচ এম খালেকুজ্জমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড, আতাউর রহমান মুকুল। অনুষ্ঠান সঞ্চারনায় ছিলেন সাংবাদিক মীর গোলাম মোস্তফা ও রবিন। ##