You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সংগীত বিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সংগীত বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন (যুগ্মসচিব) এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এড.সাদিক হোসেন, বিশিষ্ট সমাজসেবী সেরা করদাতা মাহবুব রেজা করিম মুরাদ (সিআইপি)। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাস্ত্রীয় সংগীতের প্রধান ওস্তাদ বিজন তোপদার।
ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের সভাপতি লায়ন মিজানুর রহমান খান লিটন সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ, অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক শাফায়েত জামিল সাজু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনটি গ্রুপে ২৮জন বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে, তালযন্ত্র বিভাগের প্রশিক্ষক ও বিশিষ্ট তবলা বাদক সঞ্জিত কুমার ঘোষ ঝুটন,সিনিয়র সাংবাদিক মতিউল আলম, শিল্পী নয়ন সরকারসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সঙ্গীত বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কায্যালয়ের পক্ষে আর্থিক সহযোগিতার প্রদানের জন্য আশ্বাস দেন। বিশিষ্ট সমাজসেবী সেরা করদাতা মাহবুব রেজা করিম মুরাদ (সিআইপি) শিক্ষার্থীদের গান শুনে মুগ্ধ হন। তিনি যেসব শিক্ষার্থী শিল্পী গান গেয়েছে তাদেরকে পুরস্কৃত করবেন বলে ঘোষনা দেন। বিদ্যালয়ের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। ##