ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন

ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন

May 22, 2022 214 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ  টাঙ্গাইলের কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গ্রাম বাংলার দর্শকদের কাছে তিনি ‘ভাদাইমা’ নামে বেশ জনপ্রিয়। রবিবার (২২ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন ।
আহসান আলী সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে।

আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি ছিল। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পারিবারিক সূত্র জানায়, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় দুই দশক আগে থেকে কৌতুক অভিনয় শুরু করেন তিনি। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে ‘ভাদাইম্যা’ হিসেবে পরিচিতি লাভ করেন আহসান আলী।

সাম্প্রতিক