June 21, 2022
151
No Comments

You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছেন।
প্রতিমন্ত্রীর করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য আজ সকালে সরকারি কর্মচারি হাসপাতালে নমুনা জমা দেয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
প্রতিমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ৩০ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।