জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অভিনয় শিল্প সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শর্মিলী আহমেদ বেশ কিছু দিন থেকেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। মরদেহ উত্তরার বাসায় নেওয়া হচ্ছে। তারপর পারিবারিকভাবে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলী। এর মধ্যে অবশ্য প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’ (উর্দু ভাষায় নির্মিত) আলোর মুখ দেখেনি। তবে সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’ এবং ‘আবির্ভাব’ চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন।
শর্মিলী আহমেদের স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তার নির্মিত ‘পলাতক’ ছবিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আরও কিছু উর্দু ছবিতেও তিনি অভিনয় করেন। স্বাধীনতার পর ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’-এর মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে ছিল তার সরব উপস্থিতি।

১৯৪৭ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশটি নাটক ও দেড়শটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

শর্মিলী আহমেদ ১৯৬২ খ্রিষ্টাব্দে রেডিওতে এবং ১৯৬৪ খ্রিষ্টাব্দে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার