বগুড়ায় টিএমএসএস মেঠোসুর সঙ্গীত প্রতিযোগিতায় ৫ম রাউন্ডের ৩য় পর্ব অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আব্দুল খালেক পিভিএম।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের ফাইভস্টার হোটেল মম-ইন বিনোদন জগৎ এরিয়ায় ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির আয়োজনে“তৌফিক হাসান ময়না মঞ্চে টিএমএসএস মেঠো সুর সঙ্গীত প্রতিযোগিতার ৫ম রাউন্ডের ৩য় পর্ব শেষ অনুষ্ঠিত হয়।এ অডিশন অনুষ্ঠান পর্বে ২জন ৬ষ্ঠ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
উক্ত অডিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার কৃতি সন্তান ড.এনামুল হক এর মেয়ে ওয়াল্ড ব্যাংকের গ্লোবাল প্রাকটিজ ম্যানেজার (হেলথ নিউট্রিশন এন্ড পপুলেশন) সাউথ এশিয়া রিজিওন তৃণা হক।
প্রধান অতিথি তৃণা হক তাঁর বক্তৃতায় বলেন,তাঁর বাবা ড.এনামুল হক সবসময় বগুড়ার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের কথা ভাবতেন।তাঁর স্বপ্ন ছিল বগুড়ার মানুষকে নিয়ে এলাকার উন্নয়ন কেন্দ্রিক কাজ করা।তাঁর স্বপের সে অংশই ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।এসময় অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,উপ-নির্বাহী পরিচালক ও সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,মেঠো সুরের প্রধান সমন্বয়ক ডোমেইন প্রধান সাজ্জাদুল বারী সুমন প্রমুখ।অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,মেঠো সুর প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপন ও সার্বিক পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আব্দুল হান্নান ও টিএমএসএস কর্মকর্তা সুরভী আকতার।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার