ময়মনসিংহ যাত্রা কথা এর অভিষেক ও যাত্রানুষ্ঠান উদ্বোধন

ময়মনসিংহ যাত্রা কথা এর অভিষেক ও যাত্রানুষ্ঠান উদ্বোধন

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ যাত্রা কথা এর অভিষেক ও যাত্রানুষ্ঠান ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ময়মনসিংহ যাত্রা কথা এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভুইয়া এর সভাপতিত্বে ও আবুল মনসুর এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর আহবায়ক ফরিদ আহমেদ দুলাল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য সারওয়ার জাহান, জোটের যুগ্ম আহবায়ক এডভোকেট আবুল কাশেম, শাহ সাইফুল আলম পান্নু, সাইফুল এহসান জহির, সদস্য সচিব এডভোকেট আব্দুল মোতালেব লাল প্রমুখ। পরে নাট্যকার লক্ষন চন্দ্র ধরের রচনায় মধুমতি পাড়ের শেখ পরিবার যাত্রাপালা মঞ্চস্থ হয়।