স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সার্কিট হাউস মাঠ সংলগ্ন রাইফেলস ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে জোটর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুদুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা কমিটির আহবায়ক মোবারক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলােদশ শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির সদস্য সারওয়ার জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ সাইফুল আলম পান্নু, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আনোয়ারা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আব্দুল মোতালেব লাল।
আলোচনায় বক্তারা আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে আহবান জানান। বঙ্গবন্ধু তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। শিশুদের প্রতিভা বিকাশে শিশু একাডেমী, সংস্কৃতি বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে সংস্কৃতি বিকাশে কা্জ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে, প্রতিযোগিতায় বিজযীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় “খ” বিভাগে প্রথম হয়েছেন গুলেনুর আলম মারিয়া। সে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। বিশিষ্ট সাংবাদিক মতিউল আলম ও প্রভাষক (বাংলা) মাকসুদা আক্তারের কন্যা।