টিএমএসএস মম ইন বিনোদন জগতে আইসক্রিম পার্লারের উদ্বোধন

টিএমএসএস মম ইন বিনোদন জগতে আইসক্রিম পার্লারের উদ্বোধন

January 13, 2022 761 Views

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান ।।  দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের মম ইন বিনোদন জগৎ ঠেঙ্গামারায় গতকাল আইসক্রিম পার্লার এন্ড বার-বি-কিউ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
উক্ত রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি তাঁর বক্তব্যে বলেন মম ইন বিনোদন জগতের ব্যবসায়ীরা ৫ বছর মেয়াদী স্বল্প সুদে ঋণ পাবে। যাতে তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিতে পারে। এখানে লোক সমাগম আরও বাড়ছে। দুর দুরান্ত থেকে এখানে মানুষ বন ভোজন করতে আসছে। প্রতি দিন এখানে বিভিন্ন ধরনের জমে উঠছে। এসব রেষ্টুরেন্টে বসে সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিবার নিয়ে ভ্রমণার্থীরা খেতে পারবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব ও টিএমএসএস‘র উপদেষ্টা মোঃ নাজমুল হক, নির্বাহী উপদেষ্টা (প্রশাসন ও উন্নয়ন) ড. শারমিন মাহবুব শিমুলী, উপদেষ্টা সরদার মহাতাব উদ্দিন, পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,পরিচালক ও ডমিন প্রধান মোঃ রেজাউল করিম, উপ-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম, রেষ্টুরেন্টের উদ্যোক্তা সোহানুর রহমান সোহান,মোঃ মানিক হাসান প্রমূখ। এ ছাড়াও আমন্ত্রীত অতিথিবৃন্দ, গন্যমান্য ব্যক্তি বর্গ, সাধারন জনতা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, আগত সাধারণ মানুষ, টিএমএসএসের উর্দ্ধতন কর্মকর্তাগণ, নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ ও মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানান এখানে পাওয়া যাবে আইসক্রিম,স্কুপ আইসক্রিম,চিকেন বার-বি-কিউ, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ,নুডুলস,পিৎজা,কাবাব, চা ও কফি জন্মদিনের কেকসহ বিভিন্ন পণ্য।

সাম্প্রতিক