বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা,শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা,শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

January 14, 2022 337 Views

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান ।। বগুড়া জেলার ঠেঙ্গামারায় অবস্থিত ঠেঙ্গামারা উত্তর পাড়া যুব সংঘের উদ্যোগে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবুল কাশেম পাইকার। শীতবস্ত্র,ভ্যাসলিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সরকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহমদ, ইউপি সদস্য মোঃ জুলফিকার আলী,মহিলা সদস্য কল্পনা ইয়াসমিন,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,যুব সংঘের উপদেষ্টা মোঃ আব্দুর রউফ,বহু গন্যমান্য ব্যক্তি বর্গ,এনজিও প্রতিনিধি ও মিডিয়া প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাজিবুল করিম রাফি। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ হয়।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বহু দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

সাম্প্রতিক