আঃ খালেক খান পিভিএম।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইন বিনোদন জগতের তৌফিক হাসান ময়না মঞ্চে ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির উদ্দোগে ১৯ মার্চ টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ“তুমি গায়ক”এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।উত্তর জনপদের কৃতি সন্তান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ও বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।অনুষ্ঠানে বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ খুরশিদ আলম।গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে ১১জন অংশগ্রহণ করে।এদের মধ্যে একজন প্রথম স্থান,দুই জন দ্বিতীয় স্থান ও ৮ জন তৃতীয় স্থান নির্বাচিত হয়।প্রথম স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসাবে ১ লক্ষ টাকা,ট্রফি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট, দ্বিতীয় স্থান অর্জনকারী ২ জনের প্রত্যেকে ৫০ হাজার টাকা,তৃতীয় স্থান অর্জনকারী ৮জন বিজয়ীর প্রত্যেকে ২৫ হাজার টাকা করে পুরস্কার,সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪০ জন প্রতিযোগীকে বিভিন্ন পুরস্কার দেয়া হয়।অনুষ্ঠানে টিএমএসএসের উপদেষ্টা,পরামর্শক,বিভিন্ন কর্মকর্তা,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, সরকারি পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নানা শ্রেণি পেশার মানুষ, এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন নির্বাহী পরিচালকের সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।