গণতন্ত্র ও সুষ্ঠু পরিবেশ না থাকলে সংস্কৃতির চর্চ্চা ও বিকাশ ঘটে না- প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র ও সুষ্ঠু পরিবেশ না থাকলে সংস্কৃতির চর্চ্চা ও বিকাশ ঘটে না। তিনি আজ সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা – জাসাস এর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ময়মনসিংহ উত্তর জেলা জাসাস এর সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, আজহারুল হক, হাবিবুর রহমান, ওয়াহেদ তালুকদার, মাহমুদুল হাসান সোহাগ, আবদুস শহীদ, রফিকুল ইসলাম,মোনতাজ উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাসুম উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাজু খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন , জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদ ফারুক হোসাইন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ,কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, ওলামা দলের মওলানা ওবায়দুল হক, হাবিবুর রহমান,আবদুস সাত্তার, আলী আজগর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গণি, সদস্য সচিব হাসান শাহ, জাসাস নেতা মাহমুদুল হক মুন্না, রাব্বি কায়সার আরাফাত, এনামুল হক, সৈয়দ তারিকুল্লাহ আশরাফী, আতাউর রহমান খোকন, ইসমাইল হোসেন, বিপুল মিয়া।
এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া উপজেলায় শিল্পী, কবি, লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করে জাসাস এর সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি আজ অপ সংস্কৃতির কড়াল গ্রাসে হারিয়ে যাচ্ছে। তিনি জাতীয় সংস্কৃতি রক্ষা ও বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও তিনি আজ দুপুরে ধোবাউড়া সদর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী এবং বিকেলে দক্ষিন মাইজপাড়ার সাদ্দাম বাজারে ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের সাথে মত বিনিময় ও উত্তর রানীপুর গ্রামে সম্প্রতি বন্য হাতির তান্ডবে নিহত সুমন মিয়ার পরিবারের সাথে সাক্ষাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার