You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম কুদ্দুস । সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ শাখার আহ্বায়ক কবি ফরিদ আহমেদ দুলালের সভাপতিতে ও সদস্য সচিব এডভোকেট আবদুল মোতালেব লাল এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী সভাপতি এহতেশামুল আলম ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন আহবায়ক এডভোকেট আবুল কাশেম প্রমূখ ।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম কুদ্দুস। সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী ৩ বছরের জন্য কবি ফরিদ আহমেদ দুলালকে সভাপতি ও এডভোকেট আব্দুল মোতালেব লালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।