১৫ নভেম্বর থেকে ৮দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বই মেলা শুরু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

আগামী ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর পযন্ত ময়মনসিংহ টাউন ময়দানে ৮দিনব্যাপী বিভাগীয় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৮টি সরকারী স্টল, ৫৭ টি বেসরকারী প্রকাশনা প্রতিষ্ঠান সহ ৬৫টি স্টল থাকবে। বইমেলায় আলোচনা সভা, সেমিনার, কচিকাচার আসর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।  আজ দুপুরে বিভাগীয় কমিশনারের কায্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এ তথ্য জানান।

বিভাগীয় কমিশনার এসময় বলেন মেলায় অংশ গ্রহণ করে বই মেলায় জ্ঞান ও সংস্কৃতির বিকাশে অগ্রনি ভুমিকা রাখবে। সু শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ ব্যবস্থা অন্ধকারে নিমজ্জিত হবে। আজ আমি বিভাগীয় কমিশনার হয়েছি যদি লেখাপড়া না জানতাম তাহলে কি হতে পারতাম। সমাজে মাদকাসক্ত বৃদ্ধি পেয়েছে সুশিক্ষার অভাবে। একজন শিক্ষিত লোকের চিন্তা ভাবনা আর অশিক্ষিত লোকের চিন্তা ভাবনা এক নয়। ###

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার