পতিত ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে-প্রিন্স

পতিত ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে-প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে পতিত ফ্যসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে। তিনি বলেন , দেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ডিসেম্বর মাসে আরও চক্রান্তের
আভাষ পাওয়া যাচ্ছে । মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ ও ছাত্র গণ বিপ্লবের হাজার হাজার ছাত্র জনতার রক্তের শপথ, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
এমরান সালেহ প্রিন্স আজ সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্প্রাঙ্গনে ময়মনসিংহ বিভাগীয় জাসাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগ জাসাস এ কর্মসূচির আয়োজন করে ।


জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ,বিশিষ্ট নৃত্য শিল্পী ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন ।উপস্থিত ছিলেন জেলা (দক্ষিণ) আহবায়ক জাকির হোসেন বাবলু, বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, এড, এম এ হান্নান সহ ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনার জাসাসের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ।
আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি ৭ নভেম্বরকে ভয় পায় বলেই গত ১৫ বছরে তারা সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসকে মুছে ফেলার চেস্টা করেছে।কিন্তু সফল হয় নাই।
মতিউল আলম

LATEST POSTS